Language: Bengali
Putu and Pipi
পুটু আর পিপি
শুভ্র বন্দ্যোপাধ্যায়
পিঁপড়েরা থাকে সব দল বেঁধে চাকে
বড় ফ্ল্যাট ছোট ফ্ল্যাট মাটি থাকে থাকে
একদিন দেখা গেল হাইওয়ের ধারে
যেখানে নতুন সব বাড়ি সারে সারে
সেখানে সকাল বেলা কী কাণ্ড সব
লক্ষ লক্ষ পিঁপড়ে এসে করে কলরব
সকলেই কথা বলছে দাঁড়ে দাঁড়া দিয়ে
কেউবা এসেছে মুখে ছেঁড়া পাতা নিয়ে
সব গাড়ি থেমে গেছে সব লোকজন
কথা বলছে চুপিচুপি কী হয় কখন
কেন এত পিঁপড়ে এল? কী বলতে চায়?
এতক্ষণ লোকেদের থেমে থাকা দায়
এদিকে ততক্ষণে আরও পিঁপড়ে এসে
দখল নিয়েছে সব রাস্তা গেছে ফেঁসে
সব রাস্তা সব গলি পিঁপড়ে থই থই
সমস্ত শহর জুড়ে মস্ত হই হই
কেউ করে টেলিফোন কেউ বা চেঁচায়
কাকেদের দল গাছে বসে মুখ খেঁচায়
এমন সময় শুধু ছোট্ট একটা মেয়ে
পুটু তার নাম, সে মাছু ভাতু খেয়ে
ডেকে আনল পিপিকে তার ঘরের ভিতর
পিপি জানে গাছ পালা পোকাদের ঘর
পিপি শুধু বলতে পারে পিঁপড়ের খবর
খুব রেগে গেছে পুটু খুব রেগে গেছে
কেন না পিঁপড়ের জন্য খেলা থেমে গেছে
পিপি জানতো না কিছু কাজে ডুবে থেকে
পুটুর ডাকেতে গেল কাজ সব কেটে
রাস্তার ধারেতে গিয়ে দেখে পিপি পুটু
শুধুই পিঁপড়ের দল চলে গুটু গুটু
মাথায় হাত পিপি পুটু কী হয় কী হয়
কেন এত পিঁপড়ে এল কী বা করতে হয়
পিপি খুললো কম্পিউটার, পিপি দেখল ছবি
পিঁপড়েদের ঘর বাড়ি সুসজ্জিত সবই
একটা বাড়ি করতে গেলে কত বাড়ি ভাঙে
জানে কি মানুষরূপী ওরাং ওটাঙে
তাই বুঝি সব পিঁপড়ে রাস্তায় নেমেছে
কেড়ে নেবে ঘরবাড়ি যা কিছু ভেঙেছে
Finger Poem (Bengali)
এই বললো – খাবো খাবো!
এই বললো – কোথায় পাবো?
এই বললো – ধার করে নিয়ে!
এই বললো – ধার দেবে কে?
– আমি তো খায় দে রোবোঘন্টা!!
AW-NUH-MAT-TUH-PEE-AH!
হাবিজাবি & হাবুদুবু
HABI-JABI & HABU-DUBU
Habi-jabi went habu-dubu
On his first day in the pool
Habu-dubu did habi-jabi
On his first day at school
Habi-jabi met Habu-dubu
In the park in good weather
Now, Habi-dubu and Habu-jabi
Do everything together
কচকচ
KOCH-KOCH
Koch-koch chewed a kakdi
with a koch-koché sound
Koch-koch chewed an apple
with a koch-koché sound
Koch-koch chewed some grass
with a koch-koché sound
Until her mum picked her up,
up and off the ground!
কনকনে & চটচটে
KONN-KONNÉ & CHOTT-CHOTÉ
Konn-konné felt so shivery – brrrrrrrrrr – in the icy cold
Until – mmmm – she had a konn-konné ice-cream cone!
Chott-choté felt so sticky – icccckkkkk – in the sweaty heat
Until – mmmm – she had a chott-choté ghee-n-sugar treat!
থলথলে & থকথকে
THHOL-THHOLÉ &
THHOK-THHOKÉ
Thhol-thholé like jellies
Thhol-thholé like bellies
Thhok-thhoké like gravy
Or mud under your wellies
BHAW for ভিনভিন / ভনভন / ভোঁসভোঁস / ভোঁভোঁ
Bhin-bhin likes to buzz
Bhon-bhon likes to hum
Bhosh-bhosh likes to snore
Bhow-bhow loves to run!